ভালাইপুর প্রতিনিধি: গতরাতের হালকা বৃষ্টিতে ভালাইপুর মোড়ে কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুটি দোকান ও ৩টি ট্রান্সমিটার বহন করা বিদ্যুতের পোল ভেঙে গুঁড়িয়ে যায়। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাক কাঠ নিয়ে মেহেরপুর যাওয়ার পথে ভালাইপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ও বিদ্যুত পোলে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়রা অল্প বৃষ্টিতে ট্রাক নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে বলেন, ভালাইপুর মোড়ের কয়েকটি ইটভাটায় ট্রাক্টরের মাটি আনার ফলে মাটি পড়ার আগে থেকেই রাস্তা পিচ্ছিল ছিলো আর অল্প বৃষ্টিতে আরো পিচ্ছিল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার সোহেল শেখ ও হেলপার আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। মেহেরপুর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ট্রাকমালিক মোস্তাক আহম্মেদ বাবু মিয়া বলেন, পল্লী বিদ্যুত ও দুটি দোকানিকে ক্ষতিপূরণ দিয়ে ট্রাক ফিরিয়ে এনেছি।