গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রাম আওয়ামী লীগের অফিসে বৃহস্পতিবর দিনগত রাতে আগুন দিয়েছে দুর্বত্তরা। এছাড়াও করমদী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন ও মাদরাসার নিয়োগের বিষয়ে একটি চিরকুটে ১৮ জনকে হুমিক দেয়া হয়েছে।
করমদী গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, গ্রামের আওয়ামীগ নেতাকর্মীরা করমদী সন্ধানী বাজারের একটি কক্ষ দলীয় অফিস হিসেবে ব্যবহার করে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা অফিস বন্ধ করে যার যার মতো বাড়ি ফেরেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসের বেড়ার দেয়ালে আগুন দেয়। এতে সামান্য পুড়ে যায়। সকালে তারা অফিসে এসে একটি চিরকুট দেখতে পান। চিরকুটে তিনিসহ ১৮ জন নেতাকর্মীকে হুমকি দেয়া হয়েছে। করমদী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন ও দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগের বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে ওই চিরকুটে।
ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ঘটনা তেমন কিছুই না। বেড়ার এককোণে সামান্য একটু পুড়ে গেছে। স্কুল ও মাদরাসার বিষয় নিয়ে কেউ ওই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।