মাথাভাঙ্গা মনিটর: গায়ে কালো স্যুট, শাদা শার্ট, কালো টাই, পিস্তল হাতে ঢুকে পড়লেন টেলিভিশনের স্টুডিওতে; দাবি, সম্প্রচারের ১০ মিনিট সময় চাই তার। পরিস্থিতি এমন দাঁড়ালো যে সান্ধ্যকালীন বুলেটিনের সময় সম্প্রচারই বন্ধ হয়ে গেলো। এর পরপরই পুলিশ এলো, উদ্ধার পেলেন আতঙ্কিত কর্মীরা। জানা গেলো পিস্তলটি ছিলো খেলনা। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসের জাতীয় সম্প্রচার মাধ্যম এনওএসে। হিলভারসাম শহরের মিডিয়া পার্কের ওই টেলিভিশন স্টেশনের ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাজধানী হেগের নিকটবর্তী পাজাকার শহরের ১৯ বছরের ওই তরুণকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন। তার বিরুদ্ধে হুমকি, অস্ত্র বহন ও জিম্মি করার অভিযোগ আনা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।