আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ গাঁজা সেবনকারীকে ১ হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা পুলিশ ক্যানেলপাড়া থেকে গাঁজাসেবন কালে দুজনকে গ্রেফতার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মৃত ইমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের আব্দুল কুদ্দস মিলন ড্রাইভারের ছেলে আলমগীরকে (২৮) ক্যানেলপাড়ার থেকে গাঁজা সেবনকালে আটক করে। অপরদিকে গত বৃহস্পতিবার খাসকররা ক্যাম্প অভিযান চালিয়ে তালুককররা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল (২২), নিশ্চিন্দিপুর গ্রামের মৃত বরকত শেখের ছেলে আলম ফকির (৩৫) ও আইলহাস গ্রামের মধু মল্লিককে (৩০) গাঁজা সেবনকালে আটক করে। গতকাল দুপুরে ও বিকেলে নির্বার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যককে ১ হাজার টাকা করে জরিমানা করেন। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন এসআই জিয়াউল হক ও ভূমি অফিস সহকারী তরিকুল ইসলাম।