মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা রোভার স্কাউটের উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪ দিনব্যাপি ৩য় রোভার মুট শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। জেলা রোভারের কমিশনার ফজলুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুট লিডার প্রভাষক নুরুল আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রমজান আলী, লিডার মাসুদুল হাসান, শামিম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।