ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এস আলম ক্রিকেটের ফাইনালে গতকাল অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা হাসানহাটি টাইগার ক্লাবকে হারিয়ে কবির ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নুর আলম, হালিম প্রমুখ। খেলাটির আয়োজন করে সাধুহাটি ওরিয়েন্ট ক্লাব।