সরোজগঞ্জ বাজারে প্রেমিকের সাথে দেখা করতে এসে প্রেমিকা গ্যাঁড়াকলে

 

সরোজগঞ্জ প্রতিনিধি: মোবাইলফোনে সম্পর্ক গড়ে প্রেমিকের সাথে দেখা করতে এসে গ্যাঁড়াকলে পড়েছে মেহেরপুরের মল্লিকপাড়ার কলেজছাত্রী মিতা খাতুন (১৭)। ঘরে আটকে রেখে দুজনকে উত্তমমাধ্যম দিয়ে সরোজগঞ্জ ফাঁড়িতে দেয়া হয়। মেহেরপুর মল্লিকপাড়ার ওসমান আলীর কলেজপড়ুয়া মেয়ে মিতা খাতুন মোবাইলে প্রেমসম্পর্ক গড়ে তোলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের আ. আলিমের ছেলে জনি (২৪)। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে প্রেমিকার সাথে দেখা করতে সরোজগঞ্জ বাজারের আসে। বাজারের কতিপয় লোকজন তাদেরকে আটক করে মারধর করে পুলিশে দেয়।