মেহেরপুর অফিস : মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিব সকল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী রঞ্জিত কুমার মন্ডল। পরে সেখানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।