ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বরখাস্ত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পররাষ্ট্র সচিব পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করেছে নরেন্দ্র মোদির সরকার। দেশটির নতুন বিদেশ সচিব হচ্ছেন বর্তমানে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর। অবসরগ্রহণের মাত্র দু দিন আগে আজই দায়িত্ব নেবেন তিনি। ওই পদে তিনি আগামী দু বছর দায়িত্ব পালন করবেন। গত বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ২৮ বছর আগে ১৯৮৭ সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতাকে এভাবে সরানো হলো। রাতেই সরকারি এক ঘোষণায় বলা হয়, পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। সেপ্টেম্বরে মোদীর আমেরিকা এবং ওবামার ভারত সফরের ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে জয়শঙ্কর বিশেষ ভূমিকা রেখেছেন। বিদায়ী পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের কার্যকালের মেয়াদ ছিলো আগামী আগস্ট পর্যন্ত। পররাষ্ট্র সচিবের পদ থেকে অপসারণের পর এখনও তাকে কোনো পদে বহাল করা হয়নি। সুজাতাকে এভাবে সরিয়ে দেয়ায় বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেছেন, পররাষ্ট্র বিভাগের শীর্ষ এ কর্মকর্তাকে আপনি এমন অনানুষ্ঠানিকভাবে সরিয়ে দিলেন কেন? এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দেয়া উচিত। অপরদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, সুজাতা সিংকে সম্মানজনকভাবে বিদায় জানানোর অনেক সুযোগ দিয়েছে সরকার; কিন্তু তিনি সেসব সুযোগের সবকটিই নষ্ট করেছেন।