স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প- দ্বিতীয় পর্যায় প্রকল্পের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সুবদিয়ায় জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়। কর্মকর্তারা জানান, এ পদ্ধতিতে কৃষকদের বিঘাপ্রতি এক হাজার টাকা সাশ্রয় হবে। এতে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
চারা রোপণ শেষে ক্ষেতের পাশেই এ সংক্রান্ত মাঠবস অনুষ্ঠিত হয়। প্রবীণ কৃষক নুরু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ। এ সময় জমির মালিক মানোয়ার হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম, হুমায়ুন কবীর ও মোসলেউদ্দিন উপস্থিত ছিলেন। এ পর্যন্ত যান্ত্রিক পদ্ধতিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি স্থানে ২০ শতক জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতির মেশিনটির মূল্যে ধরা হয়েছে ৮০ হাজার টাকা। মেশিনটি জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে পাওয়া যাবে।