চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজির কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজি মাওলানা জসিম উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডিত নিকাহ রেজিস্ট্রার মাওলানা জসিম উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে এবং ৫ ও ৬ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার নাসির উদ্দিনের নাবালিকা মেয়ে খাদিজা বিবি নাসরিনের বিয়ে পড়াচ্ছিলেন কাজি জসিম উদ্দিন। এ সময় ডিবি পুলিশের এসআই খালিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কাজিকে আটক করেন। পরে বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়। সন্ধ্যায় কাজি জসিম উদ্দিনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।