বেগমপুর প্রতিনিধি: গতকাল বৃহস্প্রতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। পরীক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন। আরো উপস্থিত ছিলেন আলী কদর, সাইফুল আজম মিন্টু, জহির উদ্দিন, শাহীন আহম্মেদ শিক্ষক আজিজুল হক, হোসেন আলী, আলী বাসার, সাজেদুর রহমান, শাহানাজ পারভীন, শেফালী বেগম, ওয়াজেদ আলী, আব্দুল কুদ্দুস, মাসুদ রানা, আমজেদ আলী, ইউসুপ আলী, নজরুল ইসলাম, আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক সফিকুল ইসলাম।