বাংলাদেশের ৬৪ জেলায় চলছে রয়েল টাইগার নাট্যযুদ্ধ। ১০ জন অভিনেতাকে সাথে নিয়ে লড়ছেন চুয়াডাঙ্গার সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নাট্য সম্পাদক নাট্য অভিনেতা জানমুন আহমেদ হিটু। যার অভিনীত নাটক দেখা গেছে বিভিন্ন মঞ্চে। আজ এবং আগামীকাল (৩০ ও ৩১ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে দেখতে পাবেন জানমুন আহমেদ হিটু অভিনীত নাটক বৈডাঙ্গা গ্রাম এটিএন বাংলা চ্যানেলে। চুয়াডাঙ্গা সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী নাটক দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।