মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান ক্রিকেটের জন্য খবরটা সত্যিই স্বস্তির। ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন স্পট ফিক্সিঙের অপরাধে বহিষ্কৃত পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ২২ বছর বয়সী আমিরকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে। ২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করে সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফের সাথে স্পট ফিক্সিঙের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আমির। আইসিসির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত হন তিনি। এ বছরের সেপ্টেম্বরে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। শাস্তির মেয়াদ শেষের আগেই ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়ার বিষয়টাকে আইসিসি তাদের ‘একক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, নিজস্ব পরিচালনা পর্ষদ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতেই আইসিসি একক ক্ষমতাবলে মোহাম্মদ আমিরের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে।
মাত্র ১৮ বছর বয়সে নিছক লোভের বশেই স্পট ফিক্সিঙের মতো অপরাধে জড়িয়েছিলেন আমির। কেবল ক্রিকেট থেকে বহিষ্কারই নয়, যুক্তরাজ্যের আদালতে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাবাসও করতে হয়েছে তাকে। কারাদণ্ড হয়েছিলো সালমান বাট ও আসিফেরও।