মাথাভাঙ্গা মনিটর: সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পদ্মবিভূষণ নয়, অমিতাভ বচ্চনের ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্ন প্রাপ্য ছিলো। কিন্তু মুখ্যমন্ত্রীর এ দাবিকে সবিনয় প্রত্যাখান করে বিগ বি জানিয়েছেন তিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য নন। প্রতিবছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের আগের দিন প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় খেতাব প্রাপ্তদের নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই তালিকা অনুযায়ী, এবছর বলিউডের অভিনেতা দিলীপ কুমারের সাথে পদ্মবিভূষণ সম্মান পাওয়ার তালিকায় নাম ছিলো অমিতাভ বচ্চনেরও। এ ঘোষণার পরই মমতা জানান, অমিতাভ বচ্চন একজন কিংবদন্তি। তার জন্য পদ্মবিভূষণ যথেষ্ট নয়। ওনার মতো একজন মানুষের ভারতরত্ন প্রাপ্য ছিলো। পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রীর এ বক্তব্যে অসম্মতি জানিয়ে, ৭২ বছর বয়সী অভিনেতা, টুইটারের মাধ্যমে জানিয়েছেন, তিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য নন। তিনি আরও জানিয়েছেন, দেশ তাকে যে সম্মান দিয়েছে, তা পেয়েই তিনি সম্মানিত, গর্বিত এবং খুশি।