মাথাভাঙ্গা মনিটর: গত ছয় সপ্তা ভারতজুড়ে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৭৫ জন মারা গেছেন। এছাড়াও গত কয়েক দিনেই ভারতের রাজধানী নয়াদিল্লী, হরিয়ানা ও তেলেঙ্গানায় আরো ৭০ জন নতুন করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে মঙ্গলবার নতুন করে ২৬ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজধানীতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২৮৫ হলো। হরিয়ানায় ৪১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের সাত জনের ইতোমধ্যে মৃত্যু হয়েছে। তেলেঙ্গানায় গত ২৪ ঘণ্টায় এক নারীসহ চার জন সোয়াইন ফ্লুতে মারা গেছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট ২৫ জন সোয়াইনফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। রাজ্যের সোয়াইন ফ্লু বিষয়ক মুখপাত্র ড. নরেন্দ্রনাথ হায়দারাবাদে সাংবাদিকদের জানিয়েছেন, সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৪ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার চন্ডিগড়ে সকল জেলার সিভিল সার্জনদের সাথে ভিডিও কনফারেন্সের পর স্বাস্থ্য বিষয়ক অতিরিক্ত মুখ্য সচিব রাম নিবাস এ তথ্য দেন। তিনি বলেন, সোয়াইন ফ্লু আক্রান্তদের দ্রুত চিকিৎসা দিতে দেশের সকল সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। রাজস্থানে গত ২৭ দিনে সোয়াইন ফ্লুতে ২৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ১১৩ জনের শরীরে এ রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে।