মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী সম্পন্ন
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেছেন, সংস্কৃতি মনকে প্রফুল্ল করে। কর্মময় জীবনে আনে ছন্দ। শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি না থাকলে জীবন পরিপূর্ণ হয় না। তাই আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের জন্য অপেক্ষা না করে ব্যক্তি কিংবা বেসরকারি পর্যায়ে শিক্ষাক্ষেত্রে নিতে হবে আরো বেশি ভালো উদ্যোগ। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শিশু পরিবার চত্বরে গতকাল বুধবার দুপুরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আবুবক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হেসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন শিশু পরিবারের ছাত্রীরা।