স্টাফ রিপোর্টার: টানা অবরোধের মধ্যেই আজ থেকে রাজধানীতে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়া ঢাকা বিভাগের ১৪ জেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা মহানগরীতে হরতাল চলবে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেয়া এবং নেতাকর্মীদের গ্রেফতার ও দমন-পীড়নের প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। হরতালের আওতাভুক্ত অন্য জেলাগুলো হচ্ছে: গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, রাজশাহী, নাটোর ও সুনামগঞ্জ। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় স্থানীয়ভাবে বিভিন্ন মেয়াদে হরতালের ডাক দেয়া হয়েছে।
নিহতদের স্মরণে বিশেষ দোয়া: ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির এক বিজ্ঞপ্তিতে, চলমান আন্দোলনে ৱ্যাব, গোয়েন্দা পুলিশ ও যৌথবাহিনীর হাতে নিহত এবং নাশকতার উদ্দেশ্যে সরকারি এজেন্টদের দ্বারা নিক্ষিপ্ত পেট্রোলবোমায় যেসব সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার দেশব্যাপি জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।