স্টাফ রিপোর্টার: মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এক মহিলাসহ ৩ জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা পঙ্গুতে রেফার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ-খাসকররা সড়কের পুটিমারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী ওজলা খাতুন করিমনযোগে পুটিমারী যাচ্ছিলেন। তিনি পুটিমারী বাজারে করিমন থেকে নেমে ভাড়া দেয়ার সময় তাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলচালক ভুলারদাড়ি গ্রামের টেংরা ও ব্যবসায়ী পিন্টু ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। মোটরসাইকেলচালক টেংরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আরোহী পিন্টু ও করিমনের যাত্রী ওজলার অবস্থায় গুরতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গুতে রেফার করা হয়েছে। পিন্টুকে গতকাল ঢাকা নেয়া হলেও ওজলাকে টাকার অভাবে ঢাকা নেয়া সম্ভব হয়নি। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা হয়েছে।