মাথাভাঙ্গা মনিটর: স্পিনারদের কল্যাণে শ্রীলঙ্কা সফরে প্রথম তিনদিনের ম্যাচের শুরুটা ভালো করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বুধবার ম্যাচের প্রথম দিনে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ৯টি উইকেট তুলে নেয় বাংলাদেশের তরুণ বোলারররা। এর মধ্যে ৮টিই নেন স্পিনাররা। ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দিনের খেলা শেষের আগে ৯ উইকেট হারিয়ে ২১২ রান করে তারা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন শালিন্দু উসান। শালিন্দু তার ২৫৪ বলের ইনিংসটি সাজান ৯টি চারে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান। অফস্পিনার মেহেদি হাসান নেন ৩ উইকেট। লেগস্পিনার সালেহ আহমেদ ও পেসার মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।