ডা. স্বপনসহ অন্তত ৭ জনকে বেঁধে গণহারে ছিনতাই

আলমডাঙ্গা-জামজামি সড়কের যমুনায় বাঁশ ফেলে ছিনতাইকারীদের তাণ্ডব

 

জামজামি প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-জামজামি সড়কের মধ্যবর্তী যমুনায় সড়কে বাঁশের ফাঁদ পেতে তাণ্ডব চালিয়েছে একদল ছিনতাইকারী। গতপরশু মঙ্গলবার রাত ৮টা থেকে প্রায় দেড়ঘণ্টা ধরে তাণ্ডব চালায় তারা।

ছিনতাইকারীরা জামজামি বাজারের ডা. স্বপনসহ অন্তত ৭ পথচারীকে বেঁধে নগদ টাকা, মোবাইলফোনসহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের শিকার কয়েকজন পথচারী এ তথ্য দিয়ে বলেছে, যমুনায় ৮/১০ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী বাঁশ বেঁধে পথচারীদের গতিরোধ করে। আলমডাঙ্গার বাবুপাড়ার তানজেল হকের ছেলে মৎস্যব্যবসায়ী সোহেল রানা ভ্যানযোগে ফিরছিলেন। তাকে আটকে তার নিকট থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে বসিয়ে রাখে। জামজামি অভিমুখি কুষ্টিয়া ইবির কলাগাছি বলরামপুরের কৃষক নিজাম উদ্দিন ও শিশুপুত্র নাঈম বাইসাইকেলযোগে ফিরছিলো। এদের গতিরোধ করে নগদ টাকা ৭শ টাকা ও মোবাইলফোন বিদেশি টর্চলাইট ছিনিয়ে নেয়। একই থানাধীন মনোহরদিয়া গ্রামের আলমসাধুচালক কালুর গতিরোধ করে হাতিয়ে নেয় নগদ সাড়ে ৫শ টাকা ও মোবাইলফোন, জামজামির ভোদুয়া গ্রামের আফজাল মাস্টারের ছেলে আলমডাঙ্গা খাসকররার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপস্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল ওয়াহেদ স্বপন মোটরসাইকেলযোগে ফেরার পথে একই স্থানে ছিনতাইকারীদের কবলে পড়েন। তাকে আটকে ছিনিয়ে নেয় ১ হাজার ৩শ টাকা ও মোবাইলফোন। তাকে বেঁধে রেখে ফেলে পালিয়ে যায়। আলমডাঙ্গা জামজামি বাজারের হোটেলব্যবসায়ী নবমুসলিম আব্দুল্লাহ বাইসাইকেলযোগে ফেরার পথে ছিনতাইকারীদের সামনে পড়ে। তাকে ধারালো অস্ত্রের মুখে নামিয়ে নিয়ে খালপাড়ে বেঁধে রাখে। নগদ ১ হাজার ৯শ টাকা ও মোবাইলফোন হাতিয়ে ছিনতাইকারীরা। ছিনতাইকারীরা সরে পড়লে একে অপরকে বাধনমুক্তি করে জামজামি বাজারে পৌঁছায়।