জীবননগর বৈদ্যনাথপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর

 

জীবননগর ব্যুরো: জীবননগর বৈদ্যনাথপুর গ্রামের একটি বসতবাড়িতে প্রতিপক্ষ সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে একই গ্রামের প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা বাড়িতে ঢুকে ঘরের ভেতর ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার টাকা, সোনার গয়না লুট ও গরু-ছাগলের ঘর ভাঙচুর করে।

অভিযোগে জানা গেছে, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুর রহমানের বাড়িতে গতকাল সকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রতিপক্ষ সশস্ত্র দুর্বৃত্তরা বসতবাড়িতে ঢুকে টিনশেডের গোয়ালঘর ভাঙচুর ও বড়ির আঙিনায় থাকা ৪টি গাছ কেটে সাবাড় করে। পরবর্তীতে হামলাকারীরা বসতবাড়ির ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার টাকাসহ একটি সোনার চেন লুট করে।

সহিদুর রহমান জানান, বৈদ্যনাথপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরিফ হোসেন (৩০), তারিক, সফিউদ্দিনের ছেলে খালিদ (২২), স্বপন (৩২) ও কাউসার আলীর ছেলে মাহাবুল (৩০) পূর্বশত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।

Leave a comment