চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা অদ্য দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ সেটে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং সেমিফাইনালে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ সেটে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে আন্তঃস্কুল ভলিবলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়াশিক্ষক রাফাতুল্লাহ পণ্ডিত স্যারের স্মৃতির উদ্দেশে চ্যাম্পিয়ন ট্রফিটি উৎসর্গ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মতিয়ার রহমান, মো. ওবাইদুল হক জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু ও বিভিন্ন স্কুলশিক্ষকরা। খেলাগুলো পরিচালনা করেন মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, ইখতিয়ার আহমেদ, আজিজুল হক শিল, ফিরোজ আহমেদ ও আমানুল্লাহ আমান।