চুয়াডাঙ্গার সুজায়েতপুর সশস্ত্র ডাকাতদলের হানা: পাশাপাশি দু বাড়িতে ডাকাতি

বেগমপুর/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সুজায়েতপুর পূর্বাপাড়ার দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। গতপরশু মঙ্গলবার রাত ২টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত হানা দিয়ে আবুজার ও মোতালেবের পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মূল্যবান মালামাল ডাকাতি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। স্থানীয়দের কেউ কেউ অবশ্য বলেছে, প্রতিরোধের প্রস্তুতি নেয়া হলেও শেষ পর্যন্ত

জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সুজায়েতপুর পূর্বপাড়ার রইচ উদ্দিনের ছেলে আবুজারের বাড়িতে এবং আব্দুল মালেকের ছেলে মোতালেবের বাড়িতে ৬/৭ জনের মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। ডাকাতেরা বাড়ির সবাইকে জিম্মি করে আবুজারের বাড়ি থেকে নগদ টাকা সোনার গয়নাগাটিসহ প্রায় ৮৫ হাজার চাকার মালামাল ও আব্দুল খালেকের বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলেও অনেকেই মন্তব্য করেছে। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান বলেন, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে কাউকে ফাঁসানোর জন্য ডাকাতির এ নাটক সাজানো হয়েছে। দু বাড়িতে ডাকাতি হলো অথচ প্রতিবেশীরা কিছুই জানে না। তার পরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ভিন্নখাতে নেয়ার জন্য পুলিশ এরকম মন্তব্য করেছে বলে স্থানীয়দের অনেকেরই অভিমত।