চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ৪ নং ওয়ার্ড শাখার আলোচনাসভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ৪ নং ওয়ার্ড শাখা আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাহেলা খাতুন গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, প্রচার সম্পাদক আব্দুর রহমান, পাঠ্যবিষয়ক সম্পাদক শাহাবুল হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, অর্থসম্পাদক টিটোন, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সহসম্পাদক ফয়সাল খান, জেলা ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ, রানা, জনি, মানা, নয়ন, শরিফ, শিমু, কাদের, লিপু, জিম, টোকন, আলিম, সোহেল, সাজু, ফিরোজ, ইয়ার আলী, জালাল, রেজভী, মোমিন, ওয়ার্ড যুবলীগ নেতা লিপ্টন, আরিফ, মিঠুন, ইমরান, সাহা আলম, ওদুসহ ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘাটি। স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত সারাদেশে জনসাধারণের জানমালের যে ক্ষতি সাধন করছে তার প্রতিটি জবাব বেগম খালেদা জিয়াকে দিতে হবে। তা না হলে আগামীতে চুয়াডাঙ্গা ছাত্রলীগ জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দিক নির্দেশনায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে। দেশ ও জাতির স্বার্থে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগ নেতা শিমুল মল্লিক। প্রেসবিজ্ঞপ্তি।