স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ১নং জুড়ানপুর ইউনিয়ন পরিষদে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জুড়ানপুর ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম ঝন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফাজ উদ্দীন, সহকারী ইন্সট্রাক্টর নুরুজ্জামান, সাদিকুর রহমান, রবিউল হক, রেজানুর ও মাহমুদা খানম। সার্বিক পরিচালনায় ছিলেন দামুড়হুদা প্রধান শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষা কমিটির সদস্য ও ডিজিএম শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন।