ইবি প্রতিনিধি: দেশজুড়ে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের নামে সহিংস কর্মসূচি কঠোরহস্তে দমনের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৱ্যালি ও মানবন্ধন কর্মসূচিতে তারা এ আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রুখে দাঁড়াও বাংলাদেশ স্লোগানকে ধারণ করে দেশজুড়ে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের সহিংস অবরোধ-হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও ৱ্যালির আয়োজন করে। মানববন্ধনের আগে সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি ৱ্যালি বের হয়। উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের নের্তত্বে ৱ্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল উন্নয়নসহ যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। রেমিটেন্স বাড়ছে। বাংলাদেশকে আগামীর এশিয়ার ব্যাঘ্র (বাঘ) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে তখন তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধারের নাম করে ২০ দলীয় জোট সহিংস অবরোধ ও হরতালের নাম করে দেশজুড়ে জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। তিনি বলেন, এ অবস্থা চলতে পারে না। এজন্য সরকারের উচিত হবে কঠোর হস্তে চলমান এ নৈরাজ্য দমন করা।
মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কেএম সালেহ, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।