মুজিবনগরে নির্যাতনে স্ত্রীর গর্ভপাতের অভিযোগ স্বামী আটক

মুজিবনগর প্রতিনিধি: নির্যাতনে স্ত্রীর অকাল গর্ভপাতের অভিযোগে স্বামী মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মহিবুল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর মা ও শিশু ক্লিনিকে স্ত্রীর গর্ভপাত হলে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত তিনদিন আগে ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে মারধর করে খাট থেকে ফেলে দেয় স্বামী মহিবুল ইসলাম। আহত অবস্থায় স্ত্রী নাছিমাকে মেহেরপুর জেলা সদরের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল সকালে স্ত্রীর অকাল গর্ভপাত হয়। স্ত্রীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দুপুরে মহিলবুলকে আটক করে মুজিবনগর থানা পুলিশ। এ বিষয়ে মহিবুলের শ্বশুর পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।