স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম। এর আগে তিনি সোদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। মালয়েশিয়ায় এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন একেএম আতিকুর রহমান। মো. শহীদুল ইসলাম এর আগে দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ব্রাসেলস, কলম্বো, আবু ধাবি, রোম ও লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ মিশনে বিভিন্ন সময়ে দায়িত্বে নিয়োজিত ছিলেন।