নিউজিল্যান্ডে পাকিস্তানের আরেকটি হার

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের কাছে লড়াই করে ১ উইকেটে হারে অতিথিরা। দু ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হেরেছিলো পাকিস্তান। গতকাল মঙ্গলবার লিংকনে টস জিতে ব্যাট করতে নেমে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে সফরকারীরা। তবে মিসবাহ উল হক ও উমর আকমলের ১১৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। এহসান আদিলের বলে বোল্ড হওয়ার আগে ৭৭ রান করেন আকমল। তার ৮২ বলের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। আকমল ফিরে গেলেও অধিনায়ক মিসবাহ হার মানেননি, অপরাজিত থেকে ২৬৭ রানের লড়াই করার মতো ইনিংস গড়েন তিনি। ৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৮৮ রান করেন মিসবাহ।
জবাবে স্বাগতিকদের ইনিংসের শুরুটাও ভালো হয়নি। পেসারদের নৈপুণ্যে ৫৯ রানে ৪ ব্যাটসম্যানকে আউট করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল পোলার্ডের ১৫৩ রানের সাহায্যে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় নিউ জিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ১৩২ বলের ইনিংসে ১৬টি চার ও ৩টি ছক্কা মারেন পোলার্ড। তাদের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে করেন শন হিকস ও টড অ্যাস্টল। পাকিস্তানের মোহাম্মদ ইরফান ও বিলওয়াল ভাটি ৩টি করে উইকেট নেন। আগামী ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে পাকিস্তান। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে এবং ও ১১ ফেব্রয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দুটি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।