দুদুর বিরুদ্ধে আরো একটি মামলার খবর মিলেছে : আজও রিমান্ড শুনানির ধার্যদিন

 

স্টাফ রিপোর্টার: শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আরো একটি মামলার তথ্য মিলেছে। মিরপুর থানায় রুজু করা হয়েছে দুটি মামলা। একটি মামলায় গ্রেফতার করে, একই থানা পুলিশ অপর মামলায় শোনঅ্যারেস্ট দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছে। এরই ভিত্তিতে আজ বুধবার ঢাকা সিএমএম আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারর ২ নং হাজতখানা থেকে আজ বুধবার শামসুজ্জামান দুদুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হতে পারে। রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির দিন ধার্য করেছে। অপরদিকে রূপগঞ্জ থানা পুলিশের রুজুকৃত মামলায় শোনঅ্যারেস্ট দিয়ে রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গতপরশু শুনানির দিন ধার্য ছিলো। এদিন দুদুকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানির দিন ঘুরে ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দায়েরকৃত মামলার মধ্যে ৯টির সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে মিরপুর থানায় দুটি, রূপগঞ্জ থানায় একটি ও পল্টন থানায় ৬টি মামলা রুজু হয়েছে। আরো কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হতে পারে। সূত্র এরকমই তথ্য দিয়ে দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের প্রেক্ষিতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপন করে এসব মামলা রুজু করা হয়েছে। গত ১১ জানুয়ারি মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একই থানা পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।

Leave a comment