দর্শনা অফিস: দর্শনা-দামুড়হুদা মহাসড়কের হঠাতপাড়া নামক স্থানে ভুট্টাভর্তি ট্রাক উল্টে খাদে পড়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চালক ও হেলপার পালিয়েছে। ট্রাক উদ্ধার প্রক্রিয়া চলছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা রেলইয়ার্ড থেকে ভুট্টাট্রাভর্তি করে গোপালগঞ্জ-ট্র-১১০০২৯ ট্রাক নারিস কোম্পানির ভুট্টা নিয়ে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিলো। হঠাতপাড়া নামক স্থানে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায় ট্রাক। ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।