চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদায়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার এরশাদপুর একাডেমীতে গতকাল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী সাবেক ছাত্রলীগ নেতা জিনারুল ইসলাম বিশ্বাস। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক বাবলু, বিল্লাল হোসেন, আব্দুল খালেক, আসমান আলী, আনন্দ বিশ্বাস, চায়না খাতুন, পৌর যুবলীগ সভাপতি আব্দুল গাফফার, যুবলীগ নেতা রাজাবুল হক মনা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর কানজুন আরেফিন, সিনিয়র শিক্ষক মাও আবুল হোসেন, রহমান মুকুল, শরিফুজ্জামান লাকি, আলেয়া ফেরদৌস, সালমা খানম, লিমা খাতুন, মহাবুবুল হক খান, রানা আহমেদ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ। বিদায় শ্রদ্ধাঞ্জলি পাঠ করে ৮ম শ্রেণির ছাত্রী পৃথা। নবীনদের উদ্দেশে মানপত্র পাঠ করে বিদায়ী ছাত্র আলোক কুমার বিশ্বাস। বক্তব্য রাখে- শিক্ষার্থী মিনারুল ইসলাম, অর্পণ কুমার গোস্বামী, আনোয়ার হোসেন, নাইমুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম ও শিবলী আহমেদ।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার ২০১৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাদরাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবপুর ইউপি মেম্বার আলা উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজি মজিবর রহমান। পরিচালনা কমিটির উপদেষ্টা (অব.) শিক্ষক সুরত আলী, ডা. আহাম্মদ হোসাইন মনির, মীর কাশেম, হাজি মাহাবুবুর রহমান বাবলু, পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন, সুপার আব্দুর রহমান, পিটি কমিটির সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসুপার মোস্তাফিজুর রহমান।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করের অবসরপ্রাপ্ত শিক্ষক মনির উদ্দীন। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীন, ইউপি সদস্য হাসান আলী, সাবেক মেম্বার আক্কাচ আলী, অভিভাবক সদস্য আ.হামিদ, সহকারী শিক্ষক সালমা পারভীন ১০ শ্রেণির ছাত্রী মাহফুজা খাতুন, চ্যামিলী খাতুন বিদায়ী, রিক্তা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন- আনছার আলী মোল্লা, আতিকুর রহমান ও আ. হামিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক উমর ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক জাহিদুল ইসলাম।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত হয়। ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের এসএমসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.রহমান। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আ.ছাত্তার, শওকত আলী, সাইফুদ্দিন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মাহাবুব, রোকোনুজ্জামান, আ. ছাত্তার, লোকমান হোসেন, ছাত্রীদের মধ্য থেকে ছাবনা, তন্নি, মারুফা, ইভা, সানজিদা, মিম্মা প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকমান হোসেন।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবীণবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে হাঁপানিয়া বিদ্যালয় মাঠে এসো হে নবীন ও বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল গনি উসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক মন্টু, স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি রবিউল হক মন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক মেম্বার তুফাজ্জেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা বেল্টু মিয়া। বক্তব্য রাখেন বিদ্যারয়ের সহকারী শিক্ষক বায়েজিদ হোসেন, খালিদ হোসেন, আলামিন হোসেন, ইলিয়াছ হোসেন, মহিদুল হক, সাজু আহম্মেদ, হাসান মাহমুদ, মোতালেব হুজুর, আব্দুর রশিদ ও মোজাম।

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা দাখিল মাদরাসার ২০১৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে সুপার নুরুল আমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনছার আলী। এ সময় উপস্থিত ছিলেন- অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, ইলিয়াস আলী, শিক্ষক আব্দুল গফুর, আ. মমিন, আবু হানিফা, মহাসিন আলী, আ. আলিম, আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আ. মমিন। অন্যদিকে দামুড়হুদার পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে পরিচালনা পর্ষদের সভাপতি মুনছুর আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য হাফিজ উদ্দিন, আবুল কাশেম, কদম আলী, প্রধান শিক্ষক ফয়সাল লতিফ বাবলু, শিক্ষক আব্দুল হাই, আলী আহম্মদ, হারুন রশিদ, আলতাফ হোসেন, আব্দুল খালেক প্রমুখ। অপরদিকে দামুড়হুদার তালসারী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে পরিচালনা পর্ষদের সভাপতি আ. রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন মিলি, শিক্ষক শহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, নার্গিস আরা, মালেকা খাতুন, আলাল হোসেন প্রমুখ।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবগত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানারা বেগম। প্রধান অতিথি ছিলেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন শিক্ষা মানোন্নয়ন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন- কমিটির সাধারণ সম্পাদক মহাসীন আলী খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, ইকবাল আহম্মদ জুয়েল ও সাংবাদিক নারায়ন ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আহসানউল্লা। উপস্থাপন করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল মঙ্গলবার জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় ও উথলী বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, আলিয়া মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান। আ.ফ.ম সালাউদ্দিন কবীরের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক।

হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম। প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, মাওলানা আব্দুল মান্নান। বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শাহরিয়ার সাজিদ ও ইলমা খাতুন।

এছাড়াও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল। প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঊনূছ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, আশকার আলী, আব্দুল খালেক, সোহেল আহমেদ প্রদীপ ও আলহেরা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ইমরান হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মুমতাজ উদ্দিন ও রবিউল ইসলাম। বিদায়ী ও নবাগত ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নিশাত জাহান আশা, আশরাফিয়া আক্তার লিভা, রিফা আক্তার, সুর্বণা হক, মুক্তা খাতুন ও জান্নাতুল ফেরদৌসি।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন মজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন পরিচালনা কমিটি সদস্য মোছাকরিম ও নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সোহরাব হোসেন। বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বরণ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মতিয়ার রহমান। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি শাহাদত হোসেন, প্রধান শিক্ষক মাকসেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবেদ আলী।