স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে চুয়াডাঙ্গা জেলার ১০টি স্কুল নিয়ে আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ১০টি স্কুলের খেলোয়াড়, স্কুলশিক্ষকসহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, ভলিবল উপ-কমিটির আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাজি মো. ইয়াকুব হোসেন মালিক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মতিয়ার রহমান, মো. ওবাইদুল হক জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য হামিদুর রহমান সন্টু। খেলায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, কার্পাসডাঙ্গা উচ্চ বিদ্যালয়, কলাবাড়ি রামনগর উচ্চ বিদ্যালয়ের নিজ নিজ খেলায় জয়ী হয়ে আগামী ২৮ জানুয়ারি সেমিফাইনালে অংশগ্রহণ করবে। খেলাগুলো পরিচালনা করেন ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, ফজলুল হক মালিক লোটন, ইখতিয়ার আহমেদ, আজিজুল হক শিল, ফিরোজ আহমেদ ও আমানুল্লাহ আমান।