গাংনী প্রতিনিধি: শহিদুল ইসলাম (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৭ গ্রাম হেরোইনসহ আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গাংনীস্থ র্যাব-৬ ক্যাম্পের একটি অভিযান দল। সে মৃত আব্দুস সামাদের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি রমজান আলীর নেতৃত্বে শহিদুলের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়িঘর তল্লাশি করে শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার নামে মামলাসহ পুলিশে সোপর্দ করা হবে বলে র্যাবসূত্র জানিয়েছে।