কার্পাসডাঙ্গা বাজারে প্রকাশ্যে ভাঙানো হচ্ছে মরিচ

 

স্টাফ রিপোর্টার: জনবহুল কার্পাসডাঙ্গা বাজারে ভাঙানো হচ্ছে শুকনো মরিচ। ঝালের গুঁড়োর ঝাঁজে অতিষ্ঠ পথচারীরা। বাজারের লোকজন অভিযোগ করে বলেছে, কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ে লুৎফর মোড়লের ছেলে লিটন (লিটন চিড়া মিল) প্রতিদিন ঝাঁজাচ্ছে মরিচ। ফলে বাতাসের সাথে মরিচের গুঁড়ো উড়ে অতিষ্ঠ করছে পথচারীদের। বিষয়টির প্রতি স্থানীয় প্রশাসন নজর দেবে বলে ভুক্তভোগীদের জোর দাবি।