উন্নয়ন বৈষম্য নিরসনে ময়মনসিংহ বিভাগ

 

বিকেন্দ্রীকরণের সুফল, আঞ্চলিক উন্নতি ও উন্নয়ন বৈষম্য নিরসনে মানুষের কল্যাণের নিমিত্ত বিভাগের গুরুত্ব রয়েছে। দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ এবার নতুন বিভাগের মর্যাদা পেতে যাচ্ছে। পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনামূলক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ময়মনসিংহ বিভাগ গঠনে এখন একটি কমিটি করা হবে, যার সদস্যরা বিস্তারিত সবকিছু তৈরি করে নিকারের বৈঠকে তুলবেন। কোন কোন জেলা নিয়ে বিভাগ হবে, সেখানে কোন কোন দপ্তর থাকবে- তা চূড়ান্ত হবে নিকারের বৈঠকে।

বিশ্বায়নের এ যুগে ডিজিটাল প্রযুক্তির হাত ধরে হাজার হাজার মাইল দূরত্ব ঘুচানো যায় মাউসের ছোট্ট ক্লিক কিংবা তর্জনির ছোঁয়ায়। উন্নয়নশীল দেশ হিসেবে আমরাও এ অতি-আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার সাধ্যমতো করতে সচেষ্ট রয়েছি। তাই পুরোনো যোগাযোগ ব্যবস্থার মন্থর যুগের তুলনায় বর্তমানে বিভাগের সার্বিক গুরুত্ব কিছুটা ফিকে হলেও মর্যাদায় তা এখনও সমুন্নত। সুতরাং সব মিলে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার বিষয়টি আরও বেশি তাত্পর্যপূর্ণ। কারণ এটি প্রান্তিক মানুষের উন্নয়নের জন্যই সদার্থক ভূমিকা পালন করবে।

প্রশাসনকে যুগের সাথে তাল মিলিয়ে চালানোর জন্য বিকেন্দ্রীকরণের বিশেষ সুবিধা গ্রহণ করা যেতেই পারে। মানুষকে তুলনামূলক সহজ ও স্বাচ্ছন্দ্যে সেবা প্রদান করতে, অঞ্চলভিত্তিক উন্নয়নের বৈষম্য দূর করতে নতুন সৃষ্ট বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে দেরিতে হলেও ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার যৌক্তিক সিদ্ধান্তটি সাধুবাদ পাবে নিশ্চয়ই। ময়মনসিংহকে বিভাগ করার দাবিটি প্রায় দু দশকের। বাংলাদেশের এ ঊর্বর ভূমি শিক্ষা-শিল্প-সাহিত্য ও লোক-সংস্কৃতির এক বিপুল আধার। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফকির বিদ্রোহ, টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন, ’৬৯’র গণআন্দোলন, ১৯৭১’র মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রামে এ অঞ্চলের সাহসী মানুষের উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি রয়েছে ইতিহাসের ছত্রে ছত্রে। উত্তরে গারো পাহাড়, দক্ষিণে ভাওয়াল মধুপুরের বনাঞ্চল, পশ্চিমে ব্রহ্মপুত্র নদ থেকে উত্সারিত মেঘনার জলবেষ্টনি এবং পূর্বে সোমেশ্বরী, তিতাস, সুরমা ও মেঘনা নদীর অববাহিকায় প্রাকৃতিক পাঁচিল দ্বারা পরিবেষ্টিত এ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল বরাবরই একটি সাহসী ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে ইতিহাসের পাতায় ভাস্বর হয়ে রয়েছে। এক সময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ছিলো এ ময়মনসিংহ। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহকে দিয়েছে শিক্ষানগরীর মর্যাদা। দেশের একমাত্র মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, ন্যাশনাল একাডেমী ফর প্রাইমারি এডুকেশন, প্রথম গার্লস ক্যাডেট কলেজ এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এ জেলায় অবস্থিত। এশিয়ার বৃহত্তম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সদরে স্থাপিত।

ময়মনসিংহ জেলাকে বিভাগে উন্নীত করার পরিক্রমায় স্মরণ রাখতে হবে, যে উদ্দেশে এ উদ্যোগ গ্রহণ করা হলো, তা বাস্তবায়নে যেন অহেতুক কালক্ষেপণ করা না হয়। উন্নয়ন বৈষম্য নিরসনে, প্রশাসনিক কার্যাদি আরও ত্বরিত ও সূচারুভাবে সম্পাদনের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের নিমিত্ত এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।