ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় একটি ট্রাকে আগুন ও তিনটিতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা নামক স্থানে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন ও তিনটিতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলো। ইবি থানার এসআই মাহফুজুর রহমান বলেন, দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দিয়েছে ও কয়েকটিতে ভাঙচুর চালিয়েছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।