আলমডাঙ্গার নিমতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদের ইন্তেকাল: আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নিমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ……….রাজেউন)। গতকাল মঙ্গলবার বেলা ৫টায় তিনি ইন্তেকাল করেন। আজ বুধবার সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। আজাদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন গাংনী ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত কালুব্বর মিয়ার ছেলে আজাদ হোসেন (৫৫) নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তিনি বেশ কিছুুদিন শারীরিক অসুস্থতাজনিত সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে দিন পাঁচেক আগে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। বাড়িতেই তার চিকিৎসা চলছিলো। গতকাল মঙ্গলবার বেলা পাঁচটার দিকে আজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় চুয়াডাঙ্গায় নেয়া হলে আজাদ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন ডা. পরিতোষ কুমার ঘোষ। মৃত্যুকালে আজাদ হোসেন স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধান শিক্ষক আজাদ হোসেনের জানাজা তার নিজ গ্রাম নিমতলা ঈদগাহ ময়দানে আজ বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।