বিএনপি-জামায়াত বাংলাদেশ নিয়ে খেলছে

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট অবরোধ-হরতালের নামে বাংলাদেশকে নিয়ে খেলছে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা ধরণের অপতত্পরতা চালাচ্ছে। কিন্তু তাদের নাশকতা, সহিংসতা ও জঙ্গিবাদী তত্পরতার বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মঙ্গলবার জাতীয় সংসদে পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংস করতে হেন কোন ধ্বংসযজ্ঞ নেই যা তারা করেনি। কিন্তু শেখ হাসিনার দৃঢ়তায় তারা নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছে। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। তারপরেও দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি নেত্রীর ছোট ছেলের (আরাফাত রহমান কোকো) মৃত্যুর পর দেশবাসী ভেবেছিল বিএনপি-জামায়াত তাদের ধ্বংসাত্মক কর্মকান্ড স্থগিত করবে। কিন্তু তারা তা করেনি। তাই দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে দেশে কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।