স্টাফ রিপোর্টার: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি নৈশকোচে ডাকাতি হয়েছে সোমবার রাতে। রাজবাড়ী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সোহাগ পরিবহনের ওই বাসের গাইড (সুপারভাইজার) আমীর হামজা জানান, রাত সোয়া ৯টায় ঢাকার মালিবাগ থেকে ৩২ জন যাত্রী নিয়ে কোচটি বেনাপোলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে যাত্রীবেশী ছয়জন ছিল ডাকাত দলের সদস্য। এদের তিন জন মালিবাগ, দুইজন বাড্ডা এবং একজন নবীনগর থেকে বাসে ওঠে। রাত আড়াইটার দিকে বাসটি ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় পার হওয়ার পরপরই ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্রের মুখে চালক মিনহাজকে আসন থেকে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতরা তাকে এবং চালককে মারধর করে। পরে ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় নেমে যায়।