চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ৱ্যালি

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সারা দেশব্যাপি ব্যাপক প্রচারের জন্য চুয়াডাঙ্গা জেলায় এক বর্ণাঢ্য ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালিতে নেতৃত্ব দেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মামুন হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. মতিয়ার রহমান, হাজি মো. ইয়াকুব হোসেন মালিক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, মো. ওবাইদুল হক জোয়ার্দ্দার, মো. শহিদুল কদর জোয়ার্দ্দার, নূরুন্নাহার কাকলী, হামিদুর রহমান সন্টু, জেলা সংস্থার সদস্য হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা সেলিনা খাতুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী সুলতানারা রত্নাসহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, সাবেক চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের খেলোয়াড় গিয়াস উদ্দিন পিনা এবং বর্তমান ফুটবল খেলোয়াড়রাসহ বিভিন্ন ক্রীড়ামোদীরা এ ৱ্যালিতে অংশ নেয়।

এ উপলক্ষে চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে চুয়াডাঙ্গা জেলা দল ও চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের এক প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল ২-১ গোলে চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন আজিজুল হক শিল, ইখতিয়ার আহমেদ ও হাফিজুর রহমান।