আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ায় কুয়েত প্রবাসী এনামুল হকের বাড়িতে ডাকাত দলের হানা দিয়ে লক্ষাধিক টাকায় মালামাল লুট করে নিয়ে যায়।
জানা গেছে, গতকাল রোববার রাত ২টার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাতি দল আমঝুপি উত্তরপাড়ার মৃত এলেম হকের ছেলে কুয়েত প্রবাসী এনামুল হকের বাড়িতে পাঁচিল টপকে প্রবেশ করে এনামুলের ছোট ভাই আজম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকাসহ দু লক্ষাধিক সোনার গয়নাগাটি লুট করে পাশের বাড়ি হাশেম আলীর ছেলে নাহিদের বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকাসহ ৩টি মোবাইলফোন ও দু ভরি সোনার গয়নাগাটি লুট করে নেয়। এক পর্যায়ে আজম আলীকে রামদার উল্টো পিট দিয়ে আঘাত করলে সে চিৎকার করে ওঠে। এ সময়ে বাড়ির আশপাশের লোকজন ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাতদলের পক্ষ থেকে জনতাকে উদ্দেশ্য করে ৫টি হাত বোমা নিক্ষেপ করে। এতে আমঝুপি গ্রামের হাশেম আলীর ছেলে নাহিদ (৩০) বোমার আঘাতে জখম হন। স্থানীয়রা নাহিদকে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত দুটি হাতবোমা উদ্ধার করে।