মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ স্বপ্ন নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার পথে দেশ ছেড়েছিলো শনিবার রাতে। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে তারা ব্রিসবেনে পৌঁছে গেছে গতকালই। আজকের দিনটা বিশ্রাম নিয়ে আজ থেকেই শুরু হচ্ছে মাশরাফি-মুশফিকদের বিশ্বকাপ প্রস্তুতির অস্ট্রেলিয়া পর্ব। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, গতকাল সোমবার ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমদিন হালকা অনুশীলন করে বুধবার থেকেই শুরু হবে তাদের ব্যাট-বলের প্রস্তুতি।