বিষ্ণপুরের একজনকে পুড়োপাড়ার রাস্তায় মারপিট?

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বিষ্ণুপুর উত্তরপাড়ার বিপুলকে পিটিয়ে জখম করা হয়েছে। গতরাত ৮টার দিকে কোষাঘাটা-বিষ্ণপুর রাস্তার পুড়োপাড়া নামক স্থানে একদল অস্ত্রধারী বিপুলকে মারপিট করে। এ অভিযোগ করে বিপুল বলেছেন, আমাকে মারপিট করে ওরা আমার আলমসাধুটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে বেদম মারপিট করতে থাকে। এক পর্যায়ে আলমসাধুটি রাস্তার পাশের গর্তে ফেলে দৌড়ে পালিয়ে গ্রামে পৌছায়। মুন্নার ছেলে বিপুল গ্রামে ফিরে স্থানীয়দের নিকট এ তথ্য দিলেও প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার আড়ালে অন্য কোনো ঘটনাও থাকতে পারে বলে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন।

Leave a comment