মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর পশ্চিম করাচির ওরাঞ্জি শহরে এখন বইছে শোকের মাতম। সেখানে ফিরে এসেছে ফিলিপ হিউজের দুঃস্মৃতি। আর তাতে ক্রিকেটমহলে আরো একবার আলোচনায় এসেছে ‘বল’ নামক ঘাতক!
এবার অস্ট্রেলিয়ায় নয়, ঘাতক হানা দিয়েছে পাকিস্তানে। কেড়ে নিলো পাকিস্তানি ক্রিকেটার জিশান মোহাম্মদের জীবন। উদীয়মান এ ক্রিকেটারের বয়স মাত্র ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে আর অবদান রাখা হলো না তার।
ওরাঞ্জি শহরে একটি ক্রিকেট ম্যাচে খেলছিলেন জিশান মোহাম্মদ। হঠাৎ প্রতিপক্ষের বোলারের একটি বাউন্স আঘাত হানে জিশানের বুকে। মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। এতে বন্ধ হয়ে যায় তার হৃদক্রিয়া। এরপর খুব দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় জিসানকে। পরক্ষণেই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন।