দামুড়হুদায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে রচনা, চিত্রাঙ্কন, সঙ্গীত, একক অভিনয়, দৌড়, ঝাপসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপি নানা প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য আবুল হাশেম, রাশেদুল ইসলাম, হাসান আলী, শিক্ষক হাবিবুর রহমান, শরীফ উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মনিরুল ইসলাম ।