দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অবৈধ পথে আসা ভারতীয় গরু বিক্রি

দামুড়হুদা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আনা একটি ষাঁড় বিক্রি করে অবশেষে ফেরত নিয়েছেন বিপুল সর্দ্দার। গত রোববার বিকেলে স্থানীয়দের চাপের মুখে ষাঁড়টি ফেরত আনে। কার্পাসডাঙ্গার সর্দ্দারপাড়ার হারান বিশ্বাসের ছেলে বিপুল সর্দ্দারের বাড়ির সামনে গত রোববার একটি ষাঁড় দেখতে পান। এরপর ষাঁড়টির কোনো মালিক না পেয়ে গত শনিবার বিকেলে বিপুল সর্দ্দার দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামের জনৈক কসাইয়ের কাছে ২৬ হাজার টাকায় বিক্রি করে দেন। পরে ষাঁড় বিক্রি নিয়ে কার্পাসডাঙ্গা বাজারে বাগবিতণ্ডা হয়। গত রোববার বিকেলে বিক্রেতা ২৬ হাজার টাকা ফেরত দিয়ে ষাঁড়টি ফেরত এনে নিজ হেফাজতে রেখেছেন। সাংবাদিকদের নাম করে রফিক নামে জনৈক এক ব্যক্তি বিপুলের কাছ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।