ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদরে সবজিবোঝাই একটি ট্রাক থেকে ৭৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রেতা সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, গতকাল সোমবার ভোররাতে সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইসরাইল হোসেন (২০), শাহ আলম (৩০) ও আলী হোসেন (৩৫)। তাদের বাড়ি ঝিনাইদহ সদর, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলায়। ওসি শাহাবুদ্দিন জানান, জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর থেকে একটি সবজিবোঝাই ট্রাকে ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপনে খবর পায় পুলিশ। এরপর রাত থেকে ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী এলাকায় যানবাহনে তল্লাশি শুরু করা হয়। ভোর ৪টার দিকে ট্রাকটি আটকের পর তল্লাশি করে ৭৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজন দীর্ঘদিন ধরে ভারত থেকে আনা অবৈধ ফেনসিডিল ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলো বলে বলে জানান ওসি।