জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক সিনিয়র সাংবাদিক কামাল সিদ্দিকী বাবু আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৩টায় প্রেসক্লাব ভবনে এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে এ জরুরিসভা অনুষ্ঠিত হয়। গঠিত কমিটিতে যুগ্মআহ্বায়ক নির্বাচিত হয়েছেন শামসুল আলম। এছাড়াও সদস্য পদে যথাক্রমে সাংবাদিক অ্যাড. মুন্সি আব্দুর রশিদ, নারায়ণ ভৌমিক ও আবজালুর রহমান ধীরু মনোনীত হয়েছেন। এ কমিটি দ্রুত প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের আয়োজন করবে।
জরুরিসভায় বক্তব্য রাখেন- সাংবাদিক এমআর বাবু, এসএম কামাল উদ্দিন জোয়াদ, শেখ শামসুল আলম, জাহিদুল আলম জীবন, আতিয়ার রহমান, জিএ জাহিদুল ইসলাম, সালাউদ্দিন কাজল, এসএম আবুল কালাম আজাদ, আকিমুল ইসলাম, কাজী সামসুর রহমান চঞ্চল, মামুন-উর-রহমান, ফয়সাল মাহতাব মানিক, শেখ শহিদুল ইসলাম, আবু সায়েম, নূর আলম ও জামাল হোসেন।